Tuesday, 21 August 2018

আদর

ছোট বেলায় করা একটা আঁকা মাথায় রেখে লেখাটা



জোনাকির আলোয় বৃষ্টি নেমেছে ঘাসের ছায়ায়
তাই গল্পরাও লাল ছোপ ফেলে আমার জামায়।
ডেকে নিয়ে যায় চিলে কোঠার ঘরে
গল্প আমার ঠোঁট কামড়ে আদর করে। 

No comments:

Post a Comment